Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী

শালবাগান,সপুরা,রাজশাহী।

Email No:- ifrajshahi@gmail.com

জেলা কার্যালয়ের কার্যক্রমঃ-

(১) প্রশাসন শাখাঃ-ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের হতে প্রাপ্ত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে থাকে।

(২) বিক্রয় শাখাঃ- ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত পবিত্র কুরআন হাদীস,তাকওয়া ও বিভিন্ন গবেষনা মূলক বই সাময়িকী সংগ্রহ করে বিক্রয় করা হয়।

(৩) পাঠাগার শাখাঃ- জেলার মসজিদ সমূহে পাঠাগার স্থান এবং জেলা ও উপজেলার পাঠাগার পরিচালনা করা হয়।

(৪) হজ্জ কার্যক্রমঃ- সরকারী ব্যবস্থাপনায় হজ্জ কার্যক্রম পরিচালনা ।

(৫)  সরকারী যাকাতঃ ফান্ডের যাকাত সংগ্রহ ও বিতরন,ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাষ্ট্র এর মাধ্যমে ইমাম-মুয়াজ্জিনদেরকে আর্থিক অনুদান এবং বিনামূল্যে ঋণ দানের ব্যবস্থা করা হয়।

(৭) ইমাম প্রশিক্ষণঃ ইমাম মুয়াজ্জিনদেরকে প্রশিক্ষণ প্রদানে সহায়তা দান।

(৮) চাঁদ দেখা কমিটি বাস্তবায়নঃ  জেলা জাতীয় চাঁদ দেখা কমিটির মাধ্যমে চাঁদ দেখা কার্যক্রম বাস্তবায়ন করা।

(৯) মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমঃ- জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাধ্যমে শিশুদেরকে শিক্ষা দানের ব্যবস্থা করা হয়।

(১০)মডেল মসজিদ স্থাপনঃ- জেলা  ও  উপজেলায় ১টি এবং জেলা সদরে ১টি করে সরকারীভাবে মডেল মসজিদ স্থাপন করা হবে।